• রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৩:১৪ পূর্বাহ্ন

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়ে ফরিদপুরে বিক্ষোভ

আবিদুর রহমান সুমন / ১৫৬ Time View
Update : সোমবার, ১২ আগস্ট, ২০২৪

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ। আজ সোমবার বিকেল সাড়ে চারটার দিকে আলফাডাঙ্গা উপজেলার ডাকবাংলো-সংলগ্ন উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলফাডাঙ্গা চৌরাস্তা এলাকায় আসে। সেখানে শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়।

আরও পড়ুন

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কাফনের কাপড় মাথায় বেঁধে বিক্ষোভ

শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার আট দিনের মাথায় ফরিদপুর জেলার মধ্যে এই প্রথম কোনো কর্মসূচি পালন করল আওয়ামী লীগ। বিক্ষোভ সমাবেশে আলফাডাঙ্গা উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের হাজার হাজার কর্মী-সমর্থক অংশ নেন। বেলা তিনটা থেকে তাঁরা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সমবেত হতে থাকেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category