• শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ১১:১৪ পূর্বাহ্ন

স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্বৃত্তের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন: রিজভী

আবিদুর রহমান সুমন / ৯২ Time View
Update : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন দুর্বৃত্তের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

গতকাল সোমবার (১২ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ মিছিল শেষে তিনি এ মন্তব্য করেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে এ বিক্ষোভ মিছিল বের হয়।

রিজভী বলেন, বর্তমান সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন ১৯৯১ সালে পাহাড়ি এলাকার দায়িত্বে ছিলেন। সেনাবাহিনীর জন্য যে গম বরাদ্দ করা হয় সেটির অনিয়মের কারণে তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল মামলা হয়। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে গরু চুরি মামলা মাফ করে দেন। তার অবদান হিসেবেই তিনি ১/১১ সময় বিএনপিকে ভাঙার ষড়যন্ত্র করেছিলেন। একটি কমিটিও দাঁড় করিয়েছিলেন। তিনি কি সার্থক বা সফল হয়েছিলেন? না।

তিনি বলেন, সাখাওয়াত হোসেন একজন বিএনপিবিদ্বেষী মানুষ। তিনি কীভাবে ড. মুহাম্মদ ইউনূসের মতো নোবেলবিজয়ী সম্মানী মানুষের উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। তিনি আমাদের নেতাকর্মীদের উদ্দেশ করে বলেছেন, পা ভেঙে দেবেন। সাখাওয়াত সাহেব শেখ হাসিনার ভারী অস্ত্র বন্দুক নির্যাতন করে পা ভেঙেছে কিন্তু বিএনপিকে দুর্বল করতে পারেনি। আন্দোলনে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে আমাদের নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে অনেকেই শহীদ হয়েছেন ও পঙ্গুত্ববরণ করেছেন। একজন দুজন নয় শত শত। বীর ছাত্রদের আন্দোলনে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেছে। আপনার মনে থাকা দরকার আমরা ষোলো বছরে মাথানত করিনি। গুম করা হয়েছে, খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে তবুও আমরা থেমে যাইনি। আপনি বিএনপিকে বিপর্যস্ত করতে চান। ১/১১ তেই পারেননি, পারবেনও না। আপনি একটি দুর্বৃত্তের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহেদুল কবির জাহিদসহ নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category