বাণিজ্যিক ঘরানার সিনেমার সফল নির্মাতা বদিউল আলম খোকন। নতুন সিনেমার ঘোষণা দিলেন তিনি। খোকনের নতুন সিনেমার নাম ‘ভয়ংকর আয়নাঘর’।
কারা এই সিনেমায় অভিনয় করবেন তা চূড়ান্ত করেননি নির্মাতা। তবে নতুন শিল্পীদের নিয়েই সিনেমাটি বানাতে চান খোকন।
এ ব্যাপারে পরিচালক বলেন, “আল জাজিরার তথ্যচিত্র ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ থেকেই প্রথম জানা যায় আয়নাঘরের কথা। সরকার পদত্যাগ করার পর আয়নাঘরের মানবিক অত্যাচারের কথা জানতে পারেন মানুষ। কী ভয়ংকর নিষ্ঠুরতম ঘটনা। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে, সেজন্যই সিনেমার মাধ্যমে মানুষকে সচেতন করতে চাই।”
বদিউল আলম খোকন আরও বলেন, “আসছে ১ নভেম্বর থেকে ‘ভয়ংকর আয়নাঘর’ সিনেমার শুটিং শুরু করব। মা-মণি ফিল্ম প্রোডাকশনের প্রযোজনায় এটি নির্মাণ করা হবে।”