• সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৫:২৪ অপরাহ্ন

আন্দোলনে গিয়ে আহত কিশোরকে নিয়ে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটছে পরিবার

আবিদুর রহমান সুমন / ৯৪ Time View
Update : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

কুমিল্লার দেবীদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে গিয়ে হামলায় আহত কিশোর আবু বকর ১১ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়ছে। তাকে বাঁচাতে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন পরিবারের সদস্যরা। সর্বশেষ গতকাল শুক্রবার রাতে তাকে কুমিল্লা থেকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আবু বকর (১৬) কুমিল্লার দেবীদ্বার উপজেলার শাকতলা গ্রামের মোল্লা বাড়ির কৃষক আবুল খায়েরের ছোট ছেলে। চার ভাইবোনের মধ্যে আবু বকর সবার ছোট। সে ২০২২ সালে এসএসসি পরীক্ষার্থী ছিল। পারিবারিক অনটনসহ নানা কারণে আর পরীক্ষা দেওয়া হয়নি।

আবু বকরের বড় ভাই মোহাম্মদ আলী একজন গাড়িচালক। তিনি বলেন, ৫ আগস্ট দেবীদ্বারে ছাত্র-জনতার সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতা-কর্মীদের তুমুল উত্তেজনা চলছিল। তিনি সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় আবু বকরকে আন্দোলনে যেতে নিষেধ করেছিলেন। কিন্তু সে কথা শোনেনি। বন্ধুদের সঙ্গে আন্দোলনে যোগ দেয়। সকাল সাড়ে ১০টার দিকে দেবীদ্বার নিউমার্কেটের সামনে আওয়ামী লীগ-ছাত্রলীগের ধাওয়ার মুখে পড়ে আবু বকর। তাকে কয়েকজন মিলে লাঠি, ধারালো অস্ত্র ও রড দিয়ে বেধড়ক পেটায়। জ্ঞান হারিয়ে ফেলে আবু বকর। তার মাথা ও শরীর থেকে রক্ত ঝরছিল।

মোহাম্মদ আলী বলেন, ‘আমাকে একজন ফোন দেয়। আমাকে জানায় আবু বকরকে কারা যেন খুব মারছে। দৌড়ে দেবীদ্বার নিউমার্কেট এলাকায় গিয়ে দেখি গোলাগুলি হচ্ছে। সামনে এগোলে আমিও গুলিবিদ্ধ হব, এমন অবস্থা হয়েছে। একজন লোককে ফোন দিয়ে বললাম আমার ছোট ভাইকে একটা সিএনজি দিয়ে যেন সামনে এগিয়ে দেয়।’

এরপর সিএনজিচালিত অটোরিকশায় করে আবু বকরকে তুলে প্রথমে কুমিল্লার কাবিলা এলাকায় ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আবু বকরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলা হয় উল্লেখ করে মোহাম্মদ আলী আরও বলেন, কুমিল্লা মেডিকেলে থাকার সময়ই আবু বকরের অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। কিন্তু ওই সময় রাস্তাঘাটের পরিস্থিতি ভালো না থাকায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এরপর ১০ আগস্ট কুমিল্লা নগরীর কুমিল্লা ট্রমা (প্রা.) হাসপাতালের আইসিইউতে আবু বকরের চিকিৎসার ব্যবস্থা করা হয়। শুক্রবার দুপুরে ওই হাসপাতালে গিয়ে দেখা যায়, আবু বকরের স্বজন ও সহপাঠীরা আইসিইউর সামনে বসে আছেন। তার অবস্থা সংকটাপন্ন জানানোর পর কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন। একপর্যায়ে হাসপাতালের লাইফ সাপোর্ট থেকে আইসিইউ অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

হাসপাতালটির চেয়ারম্যান চিকিৎসক আবদুল হক বলেন, আইসিইউতে থাকা ওই কিশোরের মাথায় সবচেয়ে বেশি আঘাত লেগেছে। তার মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অবস্থা আশঙ্কাজনক। এ অবস্থা থেকে রোগী ফিরে আসার সম্ভাবনা কম। তাকে বাঁচাতে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হয়েছে। মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হওয়ায় তাকে ঢাকার নিউরোসায়েন্সেস হাসপাতালে পাঠানো হয়।

শুক্রবার রাত ৯টায় আবু বকরকে নিয়ে পরিবারের সদস্যরা ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে পৌঁছান বলে জানান মোহাম্মদ আলী। তিনি মুঠোফোনে বলেন, এ পর্যন্ত আবু বকরের চিকিৎসা করাতে অনেক টাকা খরচ হয়েছে। এর মধ্যে অনেকেই সাহায্য করছেন। পরিবারের পক্ষে তার চিকিৎসার খরচ বহন করা সম্ভব না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category