ক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে রাশিয়া। স্থানীয় সময় রোববার (১৮ আগস্ট) সকালে রাশিয়ার দূর-পূর্বাঞ্চলের কামচাতকা উপদ্বীপে এ ভূমিকম্প আঘাত হেনেছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, উপদ্বীপে সাত দশমিক শূন্যমাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।
স্থানীয় জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পে অঞ্চলের রাজধানী পেত্রোপাভলোস্ক-কামচাতস্কি এবং উপকূলীয় এলাকা কেঁপে উঠেছে।
টেলিগ্রামে জরুরি মন্ত্রণালয়ের আঞ্চলিক শাখা জানিয়েছে, উদ্ধারকর্মী এবং ফায়ার ফাইটার্সের অপারেশনাল দল সেখানে অভিযান চালাচ্ছে। ভূমিকম্পে কোনো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা তারা খতিয়ে দেখছে। এখনো বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।
মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টার দিকে এটি আঘাত হেনেছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পেত্রোপাভলোস্ক-কামচাতস্কি থেকে ৯০ কিলোমিটার পূর্বে মাটির ৫০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের পর মার্কিন সুনামি সতর্কতা কেন্দ্র সুনামির সতর্কতা জারি করেছিল। তবে এ আশঙ্কা কেটে গেছে।
জানা গেছে, এটি ভূমিকম্পন প্রবণ এলাকা; যেটি রিং অব ফায়ারের পাশে এলাকাটি অবস্থিত। এলাকাটিতে এক ডজনের বেশি সক্রিয় আগ্নেয়গিরি সক্রিয় রয়েছে।