সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের জামিন আবেদন নামঞ্জুর করেছেন চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালত।
রোববার (১৮ আগস্ট) সকালে দীর্ঘ শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেন বিচারক।
এর আগে, গত ৮ আগস্ট বিশেষ দরখাস্তের মাধ্যমে জামিন চেয়ে আদালতে আবেদন করেছিলেন। পরে গত ১৪ আগস্ট প্রায় এক ঘণ্টা ২০ মিনিটের শুনানিতে আদালত উভয়পক্ষের বক্তব্য শুনেছেন। দীর্ঘ শুনানি শেষে আজ আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
বাবুল আক্তারের আইনজীবী অ্যাডভোকেট কফিল উদ্দিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেন।