সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসর ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থানকারী ডা. রোবেদ আমিনসহ সব দুর্নীতিবাজ কর্মকর্তাকে ডিজি হেলথ থেকে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপিপন্থি চিকিৎকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
মঙ্গলবার (২০ আগস্ট) ঢাকায় ডিজি হেল্থ কমপ্লেক্সের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে ড্যাব। একইভাবে দেশের অন্য মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
ড্যাবের সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. মো. মেহেদী হাসান জানান, মঙ্গলবার সারা দেশে, ঢাকা, রংপুর, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, বগুড়া মেডিকেল কলেজসহ দেশের প্রায় সব মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থানকারী ডা. রোবেদ আমিনসহ সব কর্মকর্তাকে ডিজি হেল্থসহ সব প্রতিষ্ঠান থেকে অপসারণের দাবিতে মানববন্ধন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালিত হয়েছে।
এছাড়াও বৈষম্যের শিকার চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে ২১ আগস্ট (বুধবার) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি ঘোষণা করেছে ড্যাব। ঢাকায় সকাল ৮টা ৩০ মিনিটের মধ্যে ডিজি হেল্থ কমপ্লেক্সের সামনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন ড্যাবের মহাসচিব ডা. মো. আবদুস সালাম।