রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিন শেষে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ৪ উইকেটে ১৫৮ রান তুলেছে।
বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে খেলা শুরু হয়েছিল সাড়ে চার ঘণ্টা দেরিতে। শুরুতে ভেজা উইকেটের সুবিধা নেওয়া যাবে বলে টসে জিতে বোলিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। দুই ওপেনিং বোলার হতাশও করেননি। হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম মিলে প্রথম নয় ওভারের মধ্যেই তুলে নেন পাকিস্তানের ৩ উইকেট। হাসান ফেরান আবদুল্লাহ শফিককে, শরীফুলের শিকার শান মাসুদ ও বাবর আজম।
১৬ রানে ৩ উইকেট হারানো পাকিস্তান সেখান থেকে ঘুরে দাঁড়ায় সাইম আইয়ুব–সৌদ শাকিলের জুটিতে। চতুর্থ উইকেটে এ দুজন যোগ করেন ৯৮ রান। ৫৬ রান করা সাইমকে ফিরিয়ে জুটি ভাঙেন হাসান। দিনের বাকি অংশে অবিচ্ছিন্ন থেকেছেন সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান। শাকিল অপরাজিত ৫৭ রানে, রিজওয়ান ২৪ রানে।
বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন শরীফুল ও হাসান। হাত ঘোরালেও উইকেটহীন নাহিদ রানা, মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান।
সব মিলিয়ে প্রথম দিনে খেলা হয়েছে ৪১ ওভার। পাকিস্তান রান তুলেছে ৩.৮৫ গড়ে।
দিনের শেষ বেলায় সাকিব আল হাসানের বল তুলে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। তবে প্রথম ওভার ভালো যায়নি। তাঁর ওভার থেকে ৬ বলে দুটি চারসহ ১০ রান তুলে নিয়েছেন রিজওয়ান।
পাকিস্তানের রান ৩৯ ওভারে ৪ উইকেটে ১৪৯।
অবশেষে ভাঙল সাইম আইয়ুব–সৌদ শাকিল জুটি। দিনের শেষ সেশনের পানি পানের বিরতির পর প্রথম বলেই আউট সাইম। থেমেছে ৯৮ রানের জুটি।
হাসান মাহমুদের অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে তৃতীয় স্লিপে মেহেদী হাসান মিরাজের ক্যাচ হয়েছেন সাইম। বাঁহাতি এ ব্যাটসম্যান ৯৮ বলে ৫৬ রান করেছেন। তাঁর ইনিংসে ছিল ৪টি চার ও ১টি ছয়।
পাকিস্তানের নতুন ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। সঙ্গে সৌদ শাকিল অপরাজিত ৪৬ রানে।
৩২ ওভারে পাকিস্তানের রান ৪ উইকেটে ১১৯।