শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এবার পদত্যাগ করলেন খুলনা নার্সিং ও মিডওয়াইফারি কলেজের অধ্যক্ষ সৈয়দা রোখসানা খানম। একই সাথে চাকুরি থেকেও ইস্তফা দিয়েছেন তিনি। বুধবার নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর তার পদত্যাগ পত্র গ্রহণ করেন।
এর আগে টানা দুইদিন অধ্যক্ষের পদত্যাগের একদফা দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করে কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার দুপুর সাড়ে বারোটায় শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগের একদফা দাবিতে কর্মসূচি পালন শুরু করে। দাবি বাস্তবায়নে তারা খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে।
বিক্ষোভকারী শিক্ষার্থী মরিয়ম আক্তার কালবেলাকে বলেন, গেল কয়েক বছর যাবত অধ্যক্ষ রোখসানা খানম তার স্বামী আওয়ামী লীগ নেতার প্রভাব খাটিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে স্বেচ্ছাচারিতা, সাধারণ শিক্ষার্থীদের উপর জুলুম ও মানুষিক নির্যাতন করে আসছেন। আমাদের সরকারিভাবে দেওয়া টাকা আত্মসাৎ করেছেন।
আরেক শিক্ষার্থী বলেন, আমাদের খুবই নিম্ন মানের খাবার দেওয়া হয়। যা কোন পশুকেও দেওয়া হয় না। এভাবে তিনি বিরাট অঙ্কের অর্থ চুরি করছেন দীর্ঘদিন যাবৎ। এছাড়াও অধ্যক্ষের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে ধরেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, অধ্যক্ষের পদত্যাগের মাধ্যমে আমাদের এই প্রিয় প্রতিষ্ঠানটি কলঙ্কমুক্ত হয়েছে। তাকে আইনের আওতায় নিয়ে এসে আত্মসাৎ আর দুর্নীতির মাধ্যমে অর্জিত সকল অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত নেয়া উচিত।