কয়েক দিনের টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন অংশে বন্যা দেখা দিয়েছে। মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি ও চট্টগ্রামের কয়েকটি উপজেলায় অনেক ঘরবাড়ি, রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। বাড়ছে সিলেটের বিভিন্ন নদ-নদীর পানি। আজ বৃহস্পতিবার দেশের প্লাবিত বিভিন্ন স্থানের খণ্ডচিত্র।