• রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০২:৩৩ পূর্বাহ্ন

নরসিংদীতে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের বিরুদ্ধে হত্যা মামলা

আবিদুর রহমান সুমন / ৮২ Time View
Update : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

নরসিংদী শহরে ডাব বিক্রেতা আজিজুল মিয়া নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৮১ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। মামলায় ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে নিহত আজিজুলের বাবা আলমাছ মিয়া বাদী হয়ে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ মিয়াজীর আদালতে মামলার আবেদন করলে আদালত পুলিশকে মামলাটি নথিভুক্ত করার নির্দেশ দেন।

আদালত পুলিশের পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান বলেন, আদালত মামলাটি নথিভুক্ত করতে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। মামলায় ৮১ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা ৫০০ জনকে আসামি করা হয়েছে।

শেখ হাসিনা-ওবায়দুল কাদের ছাড়া মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ, সদর আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনির হোসেন ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন, সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রমুখ।

মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে, গত ১৯ জুলাই শহরের জেলখানার মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সময় নির্বিচার গুলি চালালে আজিজুল গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিন দিন চিকিৎসাধীন থাকার পর ২২ জুলাই দিবাগত রাতে আজিজুল মারা যান। শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামাল শক্ত হাতে আন্দোলন দমনের নির্দেশ দিয়েছিলেন। আসামিদের নির্দেশে ছাত্র-জনতার যৌক্তিক ও শান্তিপূর্ণ আন্দোলনে কোনো ধরনের উসকানি ছাড়াই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেতা-কর্মীরা একযোগে পিটিয়ে ও গুলিবিদ্ধ করে শিক্ষার্থীদের হতাহত করেছিলেন।

আদালত সূত্র জানায়, গত সোমবার মামলার বাদী আলমাছ মিয়া শেখ হাসিনাসহ ১১৪ জনের নাম উল্লেখ করে আদালতে মামলার আবেদন করেছিলেন। তখন আসামি হিসেবে সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, জেলা প্রশাসক বদিউল আলম, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র সরকার, নরসিংদী পৌরসভার সাবেক মেয়র কামরুজ্জামানের নাম ছিল। পরে ৩৩ জনের নাম বাদ দিয়ে ৮১ জনের বিরুদ্ধে আজ মামলা করা হলো।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, ‘আদালতের নির্দেশ এখনো হাতে পাইনি। আদেশের কাগজ হাতে পাওয়া মাত্রই মামলা রেকর্ড করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category