নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাত প্রায় ৩০ হাজার জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন আড়াইহাজার থানার ওসি আহসান উল্ল্যাহ।
শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে আড়াইহাজার থানার এসআই মো. রিপন আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। হামলার সময় থানার আসবাবপত্র লুট, যানবাহন ভাঙচুর, থানায় অগ্নিসংযোগ ও বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয় যার আনুমানিক মূল্য প্রায় ২৪ কোটি ২০ লাখ টাকা।
গত ৫ আগস্ট আ.লীগ সরকার পতনের পর আনন্দ মিছিল শেষে কয়েক হাজার লোক জড়ো হয় আড়াইহাজার থানার সামনে। এ সময় তারা থানায় হামলা চালায়। এতে পুলিশ সদস্যরা হামলাকারীদের নিবৃত্ত করতে ফাঁকা গুলি ছুড়লেও সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ সময় পুলিশের ২১ সদস্য আহত হন।
পরবর্তীতে পুলিশ সদস্যরা পাশের মসজিদে আশ্রয় নেন এবং এসপির নির্দেশে সেখানে ইমামের কাছে অস্ত্র জমা রেখে নিরাপদ দূরত্বে চলে যান। এ সময় দুর্বৃত্তরা থানার গেট ভেঙে প্রবেশ করে বিভিন্ন আসবাবপত্র ও বিপুল পরিমাণ অস্ত্র লুট করে নিয়ে যায়। এ ছাড়াও থানার বিভিন্ন গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা।