• রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০২:৫৮ পূর্বাহ্ন

ডাবল সেঞ্চুরির সুযোগ হারিয়ে যে রেকর্ডে নাম লেখালেন মুশফিক

আবিদুর রহমান সুমন / ৯৫ Time View
Update : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

২০১৩ সালের ১১ মার্চ। ১১ বছর আগের সেই দিনটায় নতুন এক সূর্যই উদিত হয়েছিল বাংলাদেশের ক্রিকেট। টেস্ট ক্রিকেট বাংলাদেশের কোনো ব্যাটসম্যানকে সেদিনই প্রথমবার ডাবল সেঞ্চুরি করতে দেখেছিল। আর ঐতিহাসিক সেই ইনিংসটা এসেছিল মুশফিকুর রহিমের ব্যাট থেকে

তবে মুশফিক নন, গলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের চতুর্থ দিনটা ‘প্রথম’ হওয়ার সম্ভাবনা নিয়ে শুরু করেছিলেন মোহাম্মদ আশরাফুল। ১৮৯ রান নিয়ে চতুর্থ দিনটা শুরু করা আশরাফুল আর মাত্র ১ রান যোগ করেই ফিরে যান। আর তাতেই ইতিহাস গড়ার সুযোগ পেয়ে যান ১৫২ রান নিয়ে দিন শুরু করা মুশফিকুর। সেদিন ঠিক ২০০ রান করেই নুয়ান কুলাসেকারার বলে এলবিডব্লু হয়েছিলেন মুশফিক।

১১ বছর পর রাওয়ালপিন্ডিতে আজ সেই মুশফিক গলের সেই দিনটার স্মৃতি ফেরালেন। না, আজ ডাবল সেঞ্চুরি পাননি মুশফিক। সম্ভাবনা জাগিয়েও যে ৯ রানের আক্ষেপ নিয়ে ফিরেছেন তর্কযোগ্যভাবে বাংলাদেশের ইতিহাসের সেরা ব্যাটসম্যান। পাকিস্তানি পেসার মোহাম্মদ আলীর বলে উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানকে ক্যাচ দিয়ে ফিরেছেন অসাধারণ এক ইনিংস খেলা মুশফিক। মুশফিক ফিরিয়েছেন আশরাফুলের স্মৃতিই। আশরাফুলের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে যে ১৯০ এর ঘরে আউট হলেন মুশফিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category