ব্রাহ্মণবাড়িয়া ও বরিশালে সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
অপরদিকে, বরিশাল থেকে ছেড়ে যাওয়া যমুনা লাইন পরিবহনের বাসের সঙ্গে থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলে নিহত হয়েছেন।
বিস্তারিত কালবেলার প্রতিনিধিদের পাঠানো সংবাদে-
ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে বাসুদেব ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সোহরাব মিয়া জানান, কোড্ডা গ্রামের সড়কটিতে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের বিকট শব্দে স্থানীয় লোকজন এসে দেখেন মোটরসাইকেল আরোহী দুইজন ঘটনাস্থলে পড়ে আছেন। ঘটনাস্থলেই তারা মারা গেছেন।
বরিশাল : গৌরনদী উপজেলার বেজহার নামক এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে যমুনা লাইন পরিবহনের বাসের সঙ্গে থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলে নিহত হয়েছেন। রোববার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের দত্তেরাবাদ এলাকার বাসিন্দা আজম মৃধার স্ত্রী সুমি আক্তার (৩০) ও তাদের ছেলে আজমাইন (৪)।
উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন বলেন, দুর্ঘটনায় থ্রি-হুইলারটি সামনের দিক থেকে দুমড়ে-মুচড়ে যায়। আরও ৬-৭ জন যাত্রী আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। মা-ছেলের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে উদ্ধারকারীরা জানান, দুপুর দেড়টার দিকে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী যমুনা লাইন পরিবহনের বাসটি বেজহার বাসস্ট্যান্ড অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক দিয়ে বরিশালের দিকে যাচ্ছিল যাত্রীবাহী একটি থ্রি-হুইলার। চলন্ত অবস্থায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।
গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটিকে আটক রাখা হয়েছে। আহত ৭ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ থানা পুলিশের কাছে দেওয়া হয়েছে।