• শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ১০:২১ পূর্বাহ্ন

বন্যার্তদের সহায়তায় এক দিনের বেতন প্রদানের সিদ্ধান্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের

আবিদুর রহমান সুমন / ৮৭ Time View
Update : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

দেশের বন্যাকবলিত মানুষদের সহায়তায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় (বিদ্যুৎ বিভাগ ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ) এবং এর আওতাধীন দপ্তর-সংস্থার সকল কর্মকর্তা-কর্মচারীরা।

রোববার (২৫ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটিতে বলা হয়, দেশের বন্যাপীড়িত মানুষের সহযোগিতার জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের (বিদ্যুৎ বিভাগ ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ) ও এর আওতাধীন সব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণের এক দিনের মূল বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিটিতে সরকারি-বেসরকারি টিভি চ্যানেলসহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category