• রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৩:১৯ পূর্বাহ্ন

ফেনীতে বন্যার্তদের পাশে সেনাপ্রধান

আবিদুর রহমান সুমন / ৯৪ Time View
Update : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

ফেনীতে বন্যার্তদের জন্য ত্রাণসামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছেন সেনাবাহিনীপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে হেলিকপ্টার নিয়ে ছাগলনাইয়া কলেজ মাঠে যান তিনি।

এদিকে সেনাপ্রধান ছাগলনাইয়া বন্যাদুর্গত এলাকা দেখতে স্পিডবোটে বিভিন্ন এলাকা পরিদর্শন করে বন্যার্তদের হাতে ত্রাণসামগ্রী নিজ হাতে পৌঁছে দেন।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সেক্টর কমান্ডার জিওসি মেজর জেনারেল জাহাঙ্গীর আলম, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম কমল, ওসি মো. হাসান ইমাম প্রমুখ।

সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান উপস্থিত বন্যার্তদের আশ্বস্ত করে বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে শিশুদের খাদ্য, জরুরি ওষুধপত্র এবং অন্যান্য ত্রাণ সামগ্রী দ্রুত সবার হাতে পৌঁছে দেওয়া হবে। কোনো ধরনের গুজব না ছড়িয়ে সবাইকে একত্রিত হয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করার আহ্বান জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category