ইসরায়েলের অভ্যন্তরে রকেট হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। এতে শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
রোববার (০৮ সেপ্টেম্বর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গভীর রাতে ইসরায়েলের কিরাত শমুরায় কয়েক ডজন রকেট হামলা চালানো হয়েছে। এতে শহরের অভ্যন্তরে দুটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
শহরের এক মুখপাত্র জানিয়েছেন, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে শহরটি থেকে বিপুলসংখ্যক লোককে সরিয়ে নেওয়া হয়েছে।