ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে দেশের স্থিতিশীলতা নিয়ে বেশ চিন্তিত ছিলেন অনেকেই। তবে নতুন বাংলাদেশ নিয়ে আশাবাদী প্রতিবেশী দেশ ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তিনি বিশ্বাস করেন, স্থিতিশীল হবে বাংলাদেশ।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে রাহুল গান্ধী এ কথা জানান। তার এই বক্তব্য নিজ দল কংগ্রেসের ভেরিফায়েড ফেসবুক ও এক্স পেজে পোস্ট করা হয়েছে। তাছাড়া এ-সংক্রান্ত তথ্য ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনেও উঠে এসেছে।
কংগ্রেস নেতা জানান, বাংলাদেশে চরমপন্থিদের বিষয় নিয়ে ভারতে উদ্বেগ রয়েছে। উদ্বেগের বেশ কিছু বিষয় নিয়ে বাংলাদেশের সঙ্গে শেয়ার করা হয়েছে।
তিনি আত্মবিশ্বাসী, এসব বিষয়ে কাজ করতে পারলে বাংলাদেশ স্থিতিশীল হবে। পাশাপাশি বাংলাদেশের বর্তমান সরকার বা তার পরবর্তী যে কোনো সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে সক্ষম হবে ভারত।