কক্সবাজারে দুইদিন ধরে টানা বৃষ্টিতে পাহাড় ধসের ঘটনায় ছয়জন নিহত হয়েছে। ডুবে গেছে জেলার বিভিন্ন এলাকা। আজ শুক্রবারও যদি বৃষ্টি না কমে, তাহলে বন্যায় রূপ নিতে পারে।
জানা যায়, বৃহস্পতিবার মধ্যরাতে পাহাড় ধসে কক্সবাজার সদরের ঝিলংজার দক্ষিণ ডিক্কুলে দুইশিশুসহ তিন জন মারা গেছে।
অপরদিকে উখিয়ার পালংখালীর হাকিম পাড়া ক্যাম্পে পাহাড় ধসে ৩ জন রোহিঙ্গার মৃত্যুর ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করা হয়েছে।