• সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৭ অপরাহ্ন

চৌদ্দগ্রামে বিপুল পরিমাণ অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

আবিদুর রহমান সুমন / ৯০ Time View
Update : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ জালাল উদ্দিন প্রকাশ সজীব নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) চৌদ্দগ্রাম থানার ওসি এ টি এম আক্তার উজ জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

জালাল উদ্দিন প্রকাশ সজীব উপজেলার কনকাপৈত ইউনিয়নের হিংগুলা মুন্সি বাড়ির আবদুল হাইয়ের ছেলে। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

জানা গেছে, শুক্রবার ভোরে সেনাবাহিনীর চৌদ্দগ্রাম ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে যৌথবাহিনীর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জালাল উদ্দিন প্রকাশ সজীবের বাড়িতে অভিযান চালায়। এ সময়ে যৌথবাহিনী তাকে আটক করলে তার তথ্যের ভিত্তিতে গোয়ালঘর থেকে একটি দেশীয় পাইপগান, দুটি দেশীয় একনলা বন্দুক, শটগানের কার্তুজ ২টি, পিস্তলের ম্যাগাজিন, এয়ারগানের ১৩৬টি কার্তুজ, ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category