যুক্তরাষ্ট্র ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় হেলেন। এতে অন্তত ১০০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া এর প্রভাবে মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে হারিকেন হেলেনের প্রভাবে নিহত বেড়ে ১০০ জনে দাঁড়িয়েছে। তবে এ সংখ্যা বেড়ে ৬০০ জনের মতো হতে পারে বলে আশঙ্কা করেছেন এক উধ্বর্তন কর্মকর্তা।
হোয়াইট হাউজের স্বরাষ্ট্র নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা লিজ শেরউড রান্ডাল বলেন, আমাদের কাছে থাকা বর্তমান তথ্যানুসারে হেলেনের প্রভাবে ৬০০ জনের মতো প্রাণহানি হতে পারে। তবে প্রশাসনের কাছে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই।