সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ব্যবসায়িক পার্টনার মফিজুর রহমান টিপুকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাকে উপস্থিত থাকতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে তলব করা হয়।
পলক ও তার পরিবারের সদস্যসহ অন্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে পাঁচ সদস্যবিশিষ্ট অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী, নাটোর-৩ (সিংড়া উপজেলা) জুনাইদ আহমেদ পলক ও তার পরিবারের সদস্যসহ অন্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অকল্পনীয় সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অভিযোগটি সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আপনার (পলকের ব্যবসায়িক পার্টনার) বক্তব্য গ্রহণ ও শ্রবণপূর্বক পর্যালোচনা একান্ত প্রয়োজন।
আগামী বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে দুদকের প্রধান কার্যালয়ের (ঢাকার সেগুনবাগিচা) নিচতলায় সাক্ষাৎকার গ্রহণ কক্ষে উপস্থিত হয়ে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে।