সিলেটের গোয়াইনঘাটের জাফলং পাথর কোয়ারিতে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এ সময় ৩০টি বালু উত্তোলনকারী নৌকাসহ দুই বালু শ্রমিককে আটক করা হয়েছে।
আটকরা হলেন- গোয়াইনঘাটের ডৌবাড়ি ইউনিয়নের বলেশ্বর গ্রামের ইজ্জত উল্লাহর ছেলে মো. আব্দুল মতিন (৩৫), একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে নুরুল আমিন (২২)।
জানা গেছে, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ২টা থেকে শুক্রবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৬টা পর্যন্ত জাফলং ইসিএভুক্ত এলাকার জাফলং ব্রিজ পয়েন্ট, জাফলং চা বাগান, নয়াবস্তি ও কান্দুবস্তি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। বালু ও পাথর উত্তোলন প্রতিরোধে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ১০টি ইঞ্জিনচালিত নৌকা, ২০টি বার্কি নৌকা জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সাঈদুল ইসলাম।