• রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৪ পূর্বাহ্ন

দলের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কাজ করলে ছাড় নয় : নয়ন

আবিদুর রহমান সুমন / ৪৮ Time View
Update : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

দলের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কোনো কাজ করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

রোববার (০৩ নভেম্বর) দিনব্যাপী গাইবান্ধার সাদুল্ল্যাপুর উপজেলার ধাপেরহাট ও শহীদ মিনার এলাকা এবং পলাশবাড়ী উপজেলার বন্দর এলাকাসহ বিভিন্ন প্রান্তে ‘ধানের শীষ’ সংবলিত লিফলেট এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগকালে এক পথসভায় এমন হুঁশিয়ারি দেন তিনি।

যুবদল সাধারণ সম্পাদক বলেন, মানুষের ওপর কোনো প্রকার অন্যায়-জুলুম করা যাবে না। বিগত ১৬ বছরে আওয়ামী লীগ যেমনটি মানুষের সঙ্গে করেছে। সে সকল কর্মকাণ্ড মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

তিনি বলেন, ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত মানুষ ভোট দিতে পারেনি। বিগত আওয়ামী লীগ সরকার ও তাদের দোসররা ১৬ বছর গুম, খুন, রাহাজানিসহ দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। আজ তাদের পতন হয়েছে।

অন্তর্বর্তী সরকারের কাছে দেশের মানুষের প্রত্যাশার কথা তুলে ধরে নুরুল ইসলাম নয়ন বলেন, তারা (জনগণ) গত ১৫ বছর ধরে ভোট দিতে পারেনি। জনগণ এখন ভোট দিতে চায়। তাই দ্রুত সময়ের ভিতরে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন, জনগণকে ভোট দেওয়ার সুযোগ করে দিন। জনগণের ভোটেই দেশে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হবে। এ ছাড়া তিনি বলেন, সরকারকে অস্থিতিশীল করতে দেশে নানা ষড়যন্ত্র চলছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

এসময় গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টুসহ জেলা যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category