• রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০১:৫৪ পূর্বাহ্ন

এক যুগ পর জামায়াতের রুকন সম্মেলন

আবিদুর রহমান সুমন / ৬১ Time View
Update : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

জামায়াতে ইসলামীর জেনারেল সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকে অনেক চ্যালেন্জ মোকাবেলা করতে হচ্ছে।

৫ আগস্ট বিপ্লবের পর পাল্টা প্রতিবিপ্লবের চক্রান্ত করছে হাসিনা।  ফ্যাসিস্ট সরকারের দলবাজ প্রধান বিচারপতি নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ বলে চক্রান্ত করেছিল।  তবে ছাত্র জনতা তাদের সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে। দেশ সংস্কারে যতটুকু সময় দরকার ততটুকু সময় অবশ্যই দেয়া হবে। কিন্তু অর্নিদিষ্ট সময় পযন্ত এটা চলতে পারে না ।

আজ শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গার দর্শনা জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা জামায়াতের আয়োজনে রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর রুহুল আমীনের সভাপতিত্বে রুকন সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন।

জেলা জামায়াতের সেক্রেটারী এ্যাড.  আসাদুজ্জামানের সঞ্চলনায় সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন যশোর-কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য ড. আলমগীর বিশ্বাস,  মেহেরপুর জেলা জামায়াতের আমীর মাও. তাজউদ্দীন খান প্রমুখ।

এর আগে নবাগত জেলা আমীর রুহুল আমিনকে শপথ বাক্য পাঠ করান অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
সন্মেলনে জেলা দেড় হাজার রুকন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category