ফরিদপুরের ভাঙ্গায় ককটেল বিস্ফোরণের ঘটনায় সাবেক সংসদ সদস্য (এমপি) মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর নামে মামলা করা হয়েছে। এ মামলায় নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে আরও ৫৯ জনকে আসামি করা হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ভাঙ্গা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম বাদী হয়ে ভাঙ্গা থানায় বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ মামলাটি করেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভাঙ্গা মহাসড়ক থেকে যে সংযোগ সড়কটি উপজেলা পরিষদের দিকে চলে গেছে সেই সড়কের ফাঁকা জায়গায় রাত সাড়ে ৯টার দিকে পরপর ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। নিক্সন চৌধুরীর নির্দেশে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তার সমর্থকরা।
এ ঘটনায় ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোকসেদুর রহমান জানান, ‘উপজেলা চত্বরে ৩টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় বিস্ফোরক আইনে ভাঙ্গা থানায় একটি মামলা করা হয়েছে। আমরা দ্রুত আসামিদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করছি।