• শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৪২ পূর্বাহ্ন

ভোটাধিকার ফিরিয়ে দেওয়াই হবে অন্তর্বর্তী সরকারের মূল কাজ : মঈন খান

আবিদুর রহমান সুমন / ৪৪ Time View
Update : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ৫ আগস্ট ছিল জনগণের বিপ্লব। এ দেশের মানুষ দীর্ঘদিন ধরে তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত। সুতরাং মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়াই হবে অন্তর্বর্তী সরকারের মূল কাজ। ’৭১ সালের পর থেকে আমরা অনেকবারই সুযোগ হারিয়েছি। এখন আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এ দেশকে গড়ে তুলতে হবে।

বুধবার (১৩ নভেম্বর) রাজধানীর রাজারবাগে দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটির ডেমোক্রেসি অডিটোরিয়ামে ‘ছাত্র-জনতার বিপ্লবের ১০০ দিন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি। দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটসের (আইডিএইচআর) যৌথ উদ্যোগে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, অন্তর্বর্তী সরকারে সর্বশেষ যে তিনজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হলো- তা একেবারেই ছেলেখেলার মতো। ১৫ বছরের আন্দোলনের ফসল এখন যদি অন্তর্বর্তী সরকার নিজেদের মনে করেন, তাহলে ভুল হবে। রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের ওপর জোর দেন তিনি।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলের দূরত্ব তৈরি হয়েছে। রাজনীতির প্রধান স্টেকহোল্ডার, সবার সঙ্গে আলোচনা করে ঠিক করা দরকার- এখন কী কী করা উচিত। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নয়ন এবং সামনে ডিসেম্বর-জানুয়ারি মাসের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঠিক করা দরকার। আগামী বছরের ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন হওয়া দরকার।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, নির্বাচন ব্যবস্থার পরিবর্তনের মাধ্যমেই আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ক্ষমতায় থেকেছে। অন্তর্বর্তী সরকার আমাদের প্রতিদ্বন্দ্বী নয়। আমাদের উচিত তাদের সময় দেওয়া। রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই সংস্কার করা দরকার বলে মন্তব্য করেন তিনি।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, স্বৈরাচারকে হটানোর ক্ষেত্রে রাজনৈতিক দলের অবদান এখনকার অন্তর্বর্তী সরকার এক প্রকার অস্বীকার করছে। আন্দোলনে বিএনপিসহ আমরা অনেকেই কাজ করেছি। রাজনৈতিক দল ছাড়া সাধারণ জনগণ গুছিয়ে আন্দোলনে নামতে পারে না। শেখ হাসিনা যেমন গোপালগঞ্জ ছাড়া বুঝতেন না, তেমনি ড. ইউনূস এখন চট্টগ্রাম ও এনজিও ছাড়া কারো ওপর ভরসা পাচ্ছেন না।

গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকারকে বুঝতে হবে- রাজনৈতিক দলগুলো কী চায়। সে অনুযায়ী তাদেরকে কাজ করতে হবে।

অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান সামসুল আলম লিটন বলেন, ইতিহাস তো ইতিহাসই, সকলের অবদানকে মূল্যায়ন করতে হবে। মোহাম্মদ আলী জিন্নাহ থেকে হাল আমলের নেতারা সকলেই ইতিহাসের অংশ। অনেক অস্থিরতার মধ্যে অন্তর্বর্তী সরকার দেশ চালাচ্ছে। সুতরাং তাদের সময় দিতে হবে।

দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন ও খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট রোখসানা খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটির ভিসি ড. অভিনয় চন্দ্র সাহা, ইটিভির সাংবাদিক হারুন অর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় গণমাধ্যম ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category