সিলেটের শাহপরাণে দুই ছাত্রের দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে বিলাল আহমদ মুন্সী (৩০) নামের এক যুবদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে শাহপরাণ মাজার গেট এলাকায় লাশ নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা
কর্মসূচিতে স্থানীয় ও যুবদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা শিগগিরই বিলালের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। পরে পুলিশের আশ্বাসে আধা ঘণ্টা পর সড়ক থেকে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা।
জানা যায়, সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নগরের শাহপরাণ বাহুবল এলাকায় দুপক্ষের সংঘর্ষে বিলাল আহমদ নিহত হন। তিনি বাহুবল এলাকার জহুরুল ইসলামের ছেলে। বিলাল পেশায় রংমিস্ত্রি ছিলেন এবং যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, বাহুবল এলাকার স্কুলছাত্র সাকের ও রাশেদের মধ্যে সিনিয়র-জুনিয়র নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি সোমবার নিয়ে এলাকায় সালিশ-বৈঠকও হয়। কিন্তু পরিস্থিতি শান্ত হয়নি। এরই জের ধরে সাকেরের পক্ষ নেন যুবদল-ছাত্রদলের সিলেটের শাহজালাল উপশহর গ্রুপের কিছু নেতাকর্মী।