আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামি উচ্চ আদালত থেকে খালাস পাওয়ার ঘটনাকে বিজয়ের মাস ন্যায়বিচার হিসেবে অভিহিত করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।
০১ ডিসেম্বর রোববার ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এক বিবৃতিতে এ তথ্য জানান।
বিবৃতিতে তারা বলেন, হাইকোর্ট বেঞ্চ ২১ আগস্ট মামলা নিয়ে ঘোষিত রায়ে প্রমাণিত হয় যে, তারেক রহমানের বিরুদ্ধে দায়ের সব মামলা মিথ্যা এবং রাজনৈতি উদ্দেশ্যপ্রণোদিত। নেতারা বলেন, শুধু জিয়া পরিবারের প্রতি হিংসার বশবর্তী হয়ে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশে তারেক রহমানকে অভিযুক্ত করেছিল। তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ থেকে তিনি আইনগতভাবে মোকাবিলা করে উচ্চ আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন, যা অত্যন্ত খুশির খবর বলেই মনে করি। ঐতিহাসিক এ রায়ের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো, তারেক রহমানের বিরুদ্ধে আনীত সব মামলাই রাজনৈতিক ষড়যন্ত্রমূলক।
তারা বলেন, আওয়ামী লীগ সরকারের সাজানো ও পরিকল্পিত ঘটনা ছিল একুশে আগস্ট গ্রেনেড হামলা। পরবর্তীতে তারেক রহমানসহ বিএনপির অনেক নেতাকর্মীকে মিথ্যাভাবে মামলা দিয়ে আসামি করা হয়েছিল। হাইকোর্ট সেই মিথ্যা মামলায় তারেক রহমানসহ সব আসামিকে বেকসুর খালাস দিয়েছেন।