• সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন

সচিবালয়ে আগুন : প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা মঙ্গলবার

আবিদুর রহমান সুমন / ৭৪ Time View
Update : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় একদিন বাড়ানো হয়েছে। 

৩০ ডিসেম্বর সোমবারএ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

তিনি বলেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিক রিপোর্ট দেওয়ার জন্য ৩০ ডিসেম্বর (সোমবার) সময় দেওয়া হয়েছিল। একটু আগেই ক্যাবিনেট থেকে সময় আরেকটু বাড়িয়ে দেওয়ার অনুমতি নিয়েছি। কিছু টেস্ট আজকে রাতেও হবে। কাল আবার বসব। কাল প্রাথমিক রিপোর্ট দিতে পারব আশা করছি। বিকেল ৫টা পর্যন্ত টাইম নিয়েছি। এর আগেই রিপোর্ট দিতে চেষ্টা করব।নাসিমুল গনি বলেন, উচ্চপর্যায়ের কমিটি করা হয়েছে, অনেকগুলো দল একসঙ্গে কাজ করছে। সেনাবাহিনী, পিডব্লিউডি, বুয়েটের টিম, পুলিশের লোক, আইসিটির লোকেরা কাজ করছে। ৫টি টিম থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে সেগুলো আলোচনা ও কো-রিলেট করে একটি উপসংহারে আসার চেষ্টা করছি।

তিনি আরও বলেন, কিছু জিনিস ল্যাবরেটরিতে টেস্ট করা হচ্ছে। আজকেও কিছু আলামত নেওয়া হয়েছে, সেগুলোও টেস্ট করা হচ্ছে। এ ছাড়া বিদেশেও আলামত পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে।

এদিকে ৪ দিন নিষেধাজ্ঞার পর আজ সচিবালয়ে প্রবেশ করতে পেরেছেন সাংবাদিকরা। দুপুর ২টার দিকে প্রতিটি গণমাধ্যমের তালিকা ধরে প্রবেশ করতে দেওয়া হয় সচিবালয়ে। এখন থেকে প্রতি কর্মদিবসে সাংবাদিকদের অস্থায়ী কার্ড বা তালিকা ধরে প্রবেশ করতে দেওয়া হবে বলে জানানো হয়। সচিবালয়ে সীমিত আকারে গাড়িও ঢুকেছে আজ। কর্মকর্তারা প্রবেশ করলেও এখনো পুরোপুরি সচল হয়নি সচিবালয়।

প্রসঙ্গত, গত বুধবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এর কয়েক মিনিটের মধ্যে সচিবালয়ে পৌঁছায় ফায়ার সার্ভিসের দল। পর্যায়ক্রমে ১৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ৫ ঘণ্টার বেশি সময় পর বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে আরও ৫ ঘণ্টা সময় লাগে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category