• সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন

এক লাখ টন সার আমদানি করবে সরকার

আবিদুর রহমান সুমন / ৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

কাতার, সৌদি আরব ও মরক্কোর থেকে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে এক লাখ টন সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে ৪০ হাজার টন ডিএপি, ৩০ হাজার টন টিএসপি এবং ৩০ হাজার টন ইউরিয়া সার রয়েছে।

০২ জানুয়ারি বৃহস্পতিবা রউপদেষ্টা পরিষদ কমিটির সরকারি ক্রয়সংক্রান্ত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ।

এই সার আমদানিতে মোট ব্যয় হবে ৫৮২ কোটি ২৪ লাখ ১২ হাজার টাকা।

বৈঠক সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় পর্যায়ে মরক্কোর সঙ্গে চুক্তির আওতায় ৩০ হাজার টন টিএসপি সার আমদানির প্রস্তাব কৃষি মন্ত্রণালয় নিয়ে আসে। প্রস্তাবটি উপদেষ্টা পরিষদ অনুমোদন দিয়েছে। প্রতি টন টিএসপির মূল্য ধরা হয়েছে ৪৪০ মার্কিন ডলার। এতে মোট ব্যয় হবে ১৫৮ কোটি ৪০ লাখ টাকা।

কৃষি মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বৈঠকে রাষ্ট্রীয় পর্যায়ে সৌদি আরবের সঙ্গে চুক্তির আওতায় ৪০ হাজার টন ডিএপি সার আমদানি করার অনুমোদন দেওয়া হয়। প্রতি টন ডিএপির মূল্য ধরা হয়েছে ৬১৭ ডলার। এই সার আমদানিতে মোট ব্যয় হবে ২৯৬ কোটি ১৬ লাখ টাকা।

এ ছাড়াও কাতার এনার্জি মার্কেটিং থেকে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির আরেক অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। প্রতি টন ৩৫৪ দশমিক ৬৭ ডলার হিসেবে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানিতে ব্যয় হবে ১২৭ কোটি ৬৮ লাখ ১২ হাজার টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category