• সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১০:২৫ অপরাহ্ন

উত্তরা পূর্ব থানার ওসি প্রত্যাহার

আবিদুর রহমান সুমন / ৫৭ Time View
Update : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

দায়িত্বে অবহেলার অভিযোগে উত্তরা পূর্ব থানার ওসি প্রত্যাহার

দায়িত্বে অবহেলার অভিযোগে রাজধানীর উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবউল্লাহকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বিষয়টি নিশ্চিত করেন।

একই সঙ্গে উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শাহ আলমের পলায়নের ঘটনায় সারা দেশে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ। শাহ আলমের পলায়নের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান শুক্রবার দুপুরে এ তথ্য জানান।

এর আগে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে থানা থেকে পলায়ন করেন শাহ আলম। আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলাকালে তিনি কৌশলে পালিয়ে যান। এ ঘটনায় থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সাজ্জাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

থানা হেফাজত থেকে পলায়নের পর শাহ আলমের বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের তৎপরতা এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় উত্তরা পূর্ব থানার ওসি ছিলেন শাহ আলম। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তাকে কুষ্টিয়ার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক হিসেবে বদলি করা হয়। সেখান থেকেই তিনি রাজধানীতে এসে পলায়নের ঘটনার সূত্রপাত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category