জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০২৩ বাতিল: এনআইডি কার্যক্রম ইসির অধীনে বহাল
জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম নির্বাচন কমিশনের (ইসি) অধীনে রাখার লক্ষ্যে জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ (২০২৩ সালের ৪০ নং আইন) বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে, বুধবার (১৫ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত একটি চিঠিতে মন্ত্রিপরিষদ সচিবকে আইনটি বাতিলের জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়।
ইসি কর্মকর্তারা জানান, ২০২৩ সালে আওয়ামী লীগ সরকারের সময় ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩’ পাস করা হয়। এই আইনের মাধ্যমে এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের অধীন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে প্রজ্ঞাপন অনুযায়ী, কার্যক্রমটি সুরক্ষা সেবা বিভাগে স্থানান্তরিত না হওয়া পর্যন্ত এটি ইসির অধীনেই পরিচালিত হচ্ছে।
এনআইডি কার্যক্রম ইসির অধীন রাখার পক্ষে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, সুশীল সমাজের প্রতিনিধিরা এবং দেশের সাধারণ মানুষ। তাদের দাবির পরিপ্রেক্ষিতে আজ (১৬ জানুয়ারি) আইনটি বাতিল করা হলো।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, এই বাতিলের মাধ্যমে এনআইডি কার্যক্রম পুনরায় ইসির নিয়ন্ত্রণে নিশ্চিত করা হলো।
উল্লেখযোগ্যভাবে, ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর নির্বাচন কমিশন রাষ্ট্রপতির কার্যালয়কে অনুরোধ করেছিল, এনআইডি কার্যক্রম ইসির অধীনে রাখার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে। আজকের সিদ্ধান্ত সেই অনুরোধের বাস্তবায়ন হিসেবে দেখা হচ্ছে।