জুলাই গণঅভ্যুত্থানের আহতদের জন্য ১৫০ কোটি টাকার অনুদান অনুমোদন
জুলাই গণঅভ্যুত্থানে আহত ১৫ হাজার ছাত্র-জনতার চিকিৎসার জন্য ১৫০ কোটি টাকার অনুদান প্রদান করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। চলতি অর্থবছর (২০২৪-২৫) এর বাজেট থেকে এই অর্থ বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছে।
গত ১৫ জানুয়ারি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিবের পক্ষ থেকে চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কাছে একটি চিঠি পাঠানো হয়। ওই চিঠির মাধ্যমে অনুদান বরাদ্দের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
অর্থ বরাদ্দ ও ব্যবস্থাপনা
চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, শহীদ পরিবার ও আহতদের চিকিৎসা সহায়তার জন্য বাজেটের ‘অপ্রত্যাশিত ব্যয় ব্যবস্থাপনা খাত’ থেকে ১৫০ কোটি টাকা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে। এই অর্থ ৪টি ক্যাটাগরিতে বিভাজন করে আহতদের চিকিৎসা বাবদ সহায়তা হিসেবে প্রদান করা হবে।
ক্যাটাগরি অনুযায়ী অনুদান
১. ক্যাটাগরি ‘এ’: ১,০০০ জন আহত ব্যক্তি, প্রতি জনকে ২ লাখ টাকা করে মোট ২০ কোটি টাকা।
২. ক্যাটাগরি ‘বি’: ৩,০০০ জন আহত ব্যক্তি, প্রতি জনকে ১ লাখ টাকা করে মোট ৩০ কোটি টাকা।
3. ক্যাটাগরি ‘সি’: ৪,০০০ জন আহত ব্যক্তি, প্রতি জনকে ১ লাখ টাকা করে মোট ৪০ কোটি টাকা।
4. ক্যাটাগরি ‘ডি’: ৭,০০০ জন আহত ব্যক্তি, প্রতি জনকে ৫০ হাজার টাকা করে মোট ৩৫ কোটি টাকা।
এছাড়া দেশে ও বিদেশে পরামর্শ সেবার জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
অর্থ ব্যবহারের নির্দেশনা
বরাদ্দকৃত অর্থ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আয়ন-ব্যয়ন কর্মকর্তার মাধ্যমে সোনালী ব্যাংকের একটি নির্দিষ্ট হিসাবে জমা করা হবে। শহীদ পরিবারের জন্য প্রতি পরিবারকে ১০ লাখ টাকা করে সঞ্চয়পত্র কেনার নির্দেশনাও দেওয়া হয়েছে, যা মেয়াদ শেষে নগদায়নযোগ্য হবে।
স্বচ্ছতা ও নীতিমালা
এই অনুদানের অর্থ ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য নীতিমালা প্রণয়ন ও আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকারের এই উদ্যোগ আহতদের চিকিৎসা সহায়তার পাশাপাশি শহীদ পরিবারগুলোর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।