মেধাবী ও আদর্শবানদের দলে টানার আহ্বান তারেক রহমানের
মেধাবী, সৎ এবং আদর্শবান ব্যক্তিদের দলে যুক্ত করতে বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২০ জানুয়ারি) বিকেলে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
দলের পুনর্গঠনের গুরুত্ব
তারেক রহমান বলেন, “সদস্যপদ নবায়নের দিনটি দলের জন্য আনন্দের। দীর্ঘদিন ধরে নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন। দেশের ওপর দিয়ে এমন একটি ঝড় বয়ে গেছে, যা দেশকে লন্ডভন্ড করে দিয়েছে। রাজনৈতিক দলগুলোও চরমভাবে নিপীড়িত হয়েছে। এখন সেই ঝড় কেটে গেছে। আমরা আমাদের হারানো সহকর্মীদের স্মরণ করছি এবং যাঁরা এখনো দলের সঙ্গে আছেন, তাঁদের একত্রিত করার উদ্যোগ নিয়েছি। সদস্যপদ নবায়ন কার্যক্রম সেই প্রচেষ্টারই অংশ।”
দল পুনর্গঠন এবং ৩১ দফা বাস্তবায়ন
তিনি আরও বলেন, “জনগণের সমর্থন নিয়ে আমরা দল পুনর্গঠন করব এবং রাষ্ট্র পুনর্গঠনের উদ্যোগ নেব। ৩১ দফা বাস্তবায়ন হবে, যা দেশের জন্য সংস্কারের রূপরেখা নির্ধারণ করবে। মেধাবী ও আদর্শবান ব্যক্তিদের দলে এনে বিএনপিকে সমৃদ্ধ করতে হবে। আমাদের এমন কর্মী দরকার, যারা দেশের স্বার্থে কাজ করবে। অতীতে স্বৈরাচার রাষ্ট্রকে ধ্বংস করেছে, তাই এখন কাজের উপযুক্ত মানুষ খুঁজে বের করতে হবে।”
তৃণমূল পর্যায়ে আরও কার্যকর উদ্যোগের ঘোষণা
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “গতবারের কর্মসূচিতে কিছু দুর্বলতা ছিল। এবার আমরা সেগুলো এড়িয়ে তৃণমূল পর্যায়ে আরও গভীরে যাব। স্বৈরাচারের শত নির্যাতনেও আমরা যেভাবে লড়াই করেছি, এবারও ঐক্যবদ্ধভাবে দল ও দেশকে পুনর্গঠনের জন্য কাজ করতে হবে।”
মহাসচিবের বক্তব্য
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সদস্যপদ নবায়ন একটি চলমান প্রক্রিয়া। তিনি বলেন, “যাঁরা আগের সদস্য, তাঁরাই এটি নবায়ন করবেন। কেন্দ্র থেকে জেলা, জেলা থেকে উপজেলা, এবং সেখান থেকে ইউনিয়ন পর্যায়ে এ কার্যক্রম পরিচালিত হবে। সাংগঠনিক সম্পাদকরা এটি বাস্তবায়ন করবেন।”
মির্জা ফখরুল আরও বলেন, “আমাদের এখন আদর্শিক একটি রাজনৈতিক দলে পরিণত হতে হবে। নতুন সদস্য সংগ্রহের ক্ষেত্রে মেধাবীদের প্রতি বিশেষ নজর দেওয়া প্রয়োজন।”
নেতাদের অভিমত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, “গত ১৫-১৭ বছরে দলের নেতাকর্মীরা চরম নির্যাতন ও নিপীড়ন সহ্য করেছেন। হাজারের বেশি খুন, শত শত গুম, এবং অসংখ্য নির্যাতনের মধ্যেও তাঁরা ঐক্যবদ্ধ থেকেছেন। তাঁদের অবদানই আমাদের জন্য সবচেয়ে মূল্যবান।”
সালাহউদ্দিন আহমেদ বলেন, “৩১ দফার মধ্যে দলের সংস্কারের রূপরেখা রয়েছে। এটি দেশের মানুষের মাঝে আরও গভীরভাবে তুলে ধরতে হবে। বিএনপি ইতিবাচক রাজনীতি করতে চায় এবং আওয়ামী লীগের অন্যায়-অপকর্মের তথ্য জাতির সামনে তুলে ধরবে। আমরা আগামীর বাংলাদেশকে নতুন রূপে গড়ার বার্তা দিতে চাই।”
সদস্য ফরম সংগ্রহের ঘোষণা
দলীয় নেতারা জানান, মঙ্গলবার (২১ জানুয়ারি) থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে সদস্য ফরম সংগ্রহ করা যাবে।