মিয়ানমারের আরাকান থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত
মিয়ানমারের আরাকান থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য জীবনরক্ষাকারী খাদ্য ও পুষ্টি সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। এর ফলে দেশটির পক্ষ থেকে দেওয়া সাময়িক সহায়তা স্থগিতাদেশের বাইরে থাকবে বাংলাদেশ।
এই সহায়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২৬ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
হাই রিপ্রেজেন্টেটিভের সঙ্গে বৈঠক
ঢাকাস্থ আমেরিকান দূতাবাসের কর্মকর্তারা রোববার বিকেলে হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং এ সিদ্ধান্তের বিষয়ে তাকে অবহিত করেন।
মার্কিন সহায়তা স্থগিতাদেশ এবং ব্যতিক্রম
এর আগে, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএইড) সারা বিশ্বের মতো বাংলাদেশেও তাদের সহযোগিতা কার্যক্রম স্থগিত করার ঘোষণা দেয়। শনিবার (২৫ জানুয়ারি) ইউএসএইডের অধিগ্রহণ ও সহায়তা তত্ত্বাবধায়ক কর্মকর্তা ব্রায়ান অ্যারন দেশীয় বাস্তবায়নকারী প্রতিষ্ঠানগুলোকে একটি চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানান।
চিঠিতে উল্লেখ করা হয়, ইউএসএআইডি অধীনে চুক্তির আওতাধীন সব প্রকল্প ও কর্মসূচির মার্কিন অংশের ব্যয় স্থগিত রাখা হবে। বাস্তবায়নকারী প্রতিষ্ঠানগুলোকে বরাদ্দ কমানো এবং কোনো নতুন কাজ শুরু না করার নির্দেশ দেওয়া হয়।
তবে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা কার্যক্রম এই স্থগিতাদেশের আওতার বাইরে থাকবে বলে জানানো হয়েছে।
বাংলাদেশে মার্কিন সহায়তার প্রেক্ষাপট
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গণতন্ত্র, মৌলিক শিক্ষা, পরিবেশ এবং খাদ্য নিরাপত্তা কার্যক্রমে যুক্তরাষ্ট্র বাংলাদেশে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএসএআইডি বড় ধরনের মানবিক সহায়তা তদারকি করছে।
১৯৭১ সালে স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্র জনস্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন খাতে বাংলাদেশে প্রায় ৮ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র বাংলাদেশে প্রায় ২ বিলিয়ন ডলার সহায়তা প্রদান করেছে।
রোহিঙ্গা সংকট শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিপুল আর্থিক সহায়তা দিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন অনুযায়ী, বিগত কয়েক বছরে মার্কিন সহায়তা পাওয়ার ক্ষেত্রে শীর্ষ দশ দেশের মধ্যে ছিল বাংলাদেশ।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক
২০২৪ সালে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে দুই দেশের সহযোগিতার দীর্ঘ ইতিহাস নতুন করে আলোচনায় এসেছে। যুক্তরাষ্ট্রের এই অব্যাহত সহযোগিতা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।