• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন

প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানালেন মোদি

আবিদুর রহমান সুমন / ৭৯ Time View
Update : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে নববর্ষ-২০২৫ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধান উপদেষ্টাকে পাঠানো এক চিঠিতে নরেন্দ্র মোদি লিখেছেন, “নতুন বছরের শুভেচ্ছা।”

সোমবার (২৭ জানুয়ারি) প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী ড. ইউনূসের প্রতি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং ভারতে চলে যান। এর পরপরই দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত হয়। ছাত্র-জনতার অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

গত ৮ আগস্ট বঙ্গভবনের দরবার হলে ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন। শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category