• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন

পছন্দের ক্লিনিকে’ টেস্ট না করায় রিপোর্ট ছুড়ে ফেললেন ডাক্তার

আবিদুর রহমান সুমন / ৬৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

নির্দিষ্ট ক্লিনিকে টেস্ট না করায় রোগীর প্রতিবেদন ছুড়ে ফেলার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

শরীয়তপুর সদর হাসপাতালে এক রোগীর প্রতিবেদন ছুড়ে ফেলার অভিযোগ উঠেছে মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসক কাজী মোহাম্মদ ইলিয়াসের বিরুদ্ধে। ভুক্তভোগী ও তার স্বজনদের দাবি, চিকিৎসক তার পছন্দের ক্লিনিকে পরীক্ষাগুলো না করানোয় এ আচরণ করেছেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) শরীয়তপুর সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।

রোগীর স্বজনদের ভাষ্য অনুযায়ী, সদর উপজেলার দড়ির হাওলা এলাকার বাসিন্দা এসকান চৌকিদার দুপুরে হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক কাজী মোহাম্মদ ইলিয়াস প্রয়োজনীয় কিছু পরীক্ষা করানোর পরামর্শ দেন এবং নির্দিষ্ট একটি বেসরকারি হাসপাতালে সেগুলো করাতে বলেন। তবে রোগীর স্বজনরা আর্থিক সীমাবদ্ধতার কারণে অন্য একটি হাসপাতালে পরীক্ষাগুলো করান।

রোগীর ছেলে হেদায়েত অভিযোগ করেন, “আমরা পরীক্ষার রিপোর্ট নিয়ে চিকিৎসকের কাছে গেলে তিনি সেগুলো দেখতে অস্বীকার করেন এবং ক্ষুব্ধ হয়ে ছুড়ে ফেলে দেন। এমনকি আমাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণও করেন।”

এ বিষয়ে হাসপাতালের অন্য রোগীরা জানান, সরকারি হাসপাতালের চিকিৎসকদের নির্দিষ্ট কিছু ক্লিনিকে পরীক্ষা করানোর সুপারিশের কারণে তারা দীর্ঘদিন ধরে সমস্যার সম্মুখীন হচ্ছেন। কেউ অন্য কোথাও পরীক্ষা করালে অনেক চিকিৎসক রিপোর্ট গ্রহণ করতে চান না। এতে দরিদ্র রোগীদের চিকিৎসাসেবা পাওয়া আরও কঠিন হয়ে যায়।

তবে অভিযুক্ত চিকিৎসক কাজী মোহাম্মদ ইলিয়াস অভিযোগটি অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন।

শরীয়তপুর সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. আকরাম এলাহী জানান, “বিষয়টি শুনে উভয়পক্ষের সঙ্গে কথা বলেছি। এখানে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। চিকিৎসাসেবায় কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। রোগীদের সঠিক সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category