যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার নর্থইস্ট এলাকায় শুক্রবার রাতে একটি মেডিকেল প্লেন দুর্ঘটনার শিকার হয়েছে। প্লেনটি বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যায়, যার ফলে আশপাশের বেশ কিছু বাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সিবিএস নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, প্লেনটি নর্থইস্ট ফিলাডেলফিয়া বিমানবন্দর থেকে মিসৌরির উদ্দেশ্যে যাত্রা করেছিল।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (FAA) তথ্য অনুযায়ী, প্লেনটিতে মোট ছয়জন আরোহী ছিলেন—চারজন ক্রু সদস্য এবং দুইজন যাত্রী, যার মধ্যে একজন ছিল শিশু।
ফিলাডেলফিয়ার মেয়র শেরেল পার্কার জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো প্রাণহানির সংখ্যা নিশ্চিত করা সম্ভব হয়নি। তিনি সবার নিরাপত্তার জন্য প্রার্থনা করতে বলেছেন।
এক প্রত্যক্ষদর্শী জানান, “আমি গাড়ি চালাচ্ছিলাম, তখন হঠাৎ একটি প্লেন একটি ভবনে ধাক্কা খায় এবং বড় ধরনের বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আকাশে আগুনের কুণ্ডলি দেখা যায়।”
দুর্ঘটনার পর প্লেনের ধ্বংসাবশেষ রাস্তায় ছড়িয়ে পড়ে। এতে স্থানীয় কিছু ব্যক্তি আগুনে পোড়া আঘাত পেয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা সম্পর্কে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনার পরপরই ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন নর্থইস্ট ফিলাডেলফিয়া বিমানবন্দরে গ্রাউন্ড স্টপ ঘোষণা করেছে এবং জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (NTSB) দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।
প্রসঙ্গত, এর আগে গত ২৯ জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে আমেরিকান এয়ারলাইনসের একটি জেট এবং সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের সংঘর্ষে ৬৪ জন নিহত হয়েছিলেন।