আমলা ও মিডিয়া আওয়ামী অপরাধের বৈধতা দিচ্ছে: হাসনাত আব্দুল্লাহ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেছেন যে, বর্তমান আমলা ও গণমাধ্যম সমন্বিতভাবে আওয়ামী অপরাধের বৈধতা প্রতিষ্ঠায় কাজ করছে।
রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “যেসব আমলা দেড় যুগের বেশি সময় ধরে আওয়ামী লীগের ফ্যাসিবাদ প্রতিষ্ঠার পথ সুগম করেছে এবং যেসব মিডিয়া সংগ্রামী জনগণকে ‘জঙ্গি’ আখ্যা দিয়ে তাদের লড়াইকে কলঙ্কিত করেছে—আজ তারাই আওয়ামী পুনর্বাসনে সক্রিয় ভূমিকা রাখছে।”
তিনি আরও বলেন, “আমরা যখন এই আমলা ও মিডিয়ার ভূমিকার বিরুদ্ধে কথা বলছি, তখন অনেকে প্রশ্ন তুলছেন—আমাদের এই দায়িত্ব কে দিয়েছে? অথচ, যেসব আমলা ও মিডিয়ার তত্ত্বাবধানে আওয়ামী জাহিলিয়াত ও জুলুম প্রতিষ্ঠিত হয়েছিল, তাদের দিয়েই ইনসাফ প্রতিষ্ঠার স্বপ্ন যারা দেখেন, তাদের বলবো—আপনারা ফ্যাসিবাদের নীতিমালা থেকে বেরিয়ে আসুন।”