আজকের দিন: ২ ফেব্রুয়ারি, ইতিহাসের পাতায় এক নজর
সময়ের স্রোতে হারিয়ে যায় অনেক ঘটনা, কিন্তু ইতিহাস স্মরণীয় করে রাখে গুরুত্বপূর্ণ কিছু মুহূর্ত, যা প্রজন্ম থেকে প্রজন্মকে নতুন দিকনির্দেশনা দেয়। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, বিশ্বজুড়ে বহু মনীষী তাদের অবদানে পৃথিবীকে আলোকিত করেছেন। তবে সব ঘটনা ইতিহাসের পাতায় ঠাঁই পায় না।
আজ রোববার, ২ ফেব্রুয়ারি ২০২৫। চলুন, এক নজরে দেখে নেওয়া যাক এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্ট ব্যক্তিদের জন্ম-মৃত্যু, এবং আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
ঘটনাবলি:
- ১৮১৪ – কলকাতায় ভারতীয় সংগ্রহালয় (ইন্ডিয়ান মিউজিয়াম) প্রতিষ্ঠিত হয়।
- ১৮১৭ – শিক্ষা ও খ্রিস্টধর্ম প্রচারের লক্ষ্যে চার্চ মিশনারি সোসাইটির প্রথম শাখা কলকাতায় স্থাপিত হয়।
- ১৮৫৩ – শম্ভুনাথ পণ্ডিত প্রথম বাঙালি হিসেবে কলকাতা হাইকোর্টে সরকারি উকিল নিযুক্ত হন।
- ১৮৬২ – তিনিই প্রথম বাঙালি হিসেবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন।
- ১৯০১ – ব্রিটিশ রানি ভিক্টোরিয়ার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়।
- ১৯১৩ – নিউইয়র্ক সিটির গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল চালু হয়।
- ১৯২২ – জেমস জয়েসের বিখ্যাত উপন্যাস Ulysses প্রকাশিত হয়।
- ১৯৪৩ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে স্টালিনগ্রাদের যুদ্ধের সমাপ্তি ঘটে, সোভিয়েত বাহিনীর কাছে জার্মান সেনারা আত্মসমর্পণ করে।
- ১৯৮৯ – সত্যজিৎ রায়কে ফ্রান্সের সর্বোচ্চ সম্মান ‘লিজিয়ন ডি অনার’ প্রদান করা হয়।
- ২০০৪ – রজার ফেদারার টানা ২৩৭ সপ্তাহ ধরে টেনিসে এক নম্বর র্যাংকিং ধরে রাখার রেকর্ড গড়েন।
- ২০১২ – পাপুয়া নিউগিনির সমুদ্রতীরে ফেরি এমভি রাবাউল কুইন ডুবে দেড় শতাধিক প্রাণহানি ঘটে।
জন্ম:
- ১৮৮২ – জেমস জয়েস, আইরিশ ঔপন্যাসিক ও কবি।
- ১৯১৫ – খুশবন্ত সিং, ভারতীয় সাংবাদিক ও লেখক।
- ১৯৩১ – পূর্ণেন্দু পত্রী, বিশিষ্ট ভারতীয় বাঙালি কবি ও চিত্র-পরিচালক।
- ১৯৩৬ – সুমিতা দেবী, বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী।
- ১৯৩৯ – হাসান আজিজুল হক, বাংলাদেশি কথাসাহিত্যিক।
- ১৯৪৯ – হৈমন্তী শুক্লা, ভারতীয় বাঙালি গায়িকা।
- ১৯৫৩ – হামিদুর রহমান, মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত শহীদ মুক্তিযোদ্ধা।
- ১৯৭৭ – শাকিরা, কলম্বিয়ান গায়িকা ও অভিনেত্রী।
- ১৯৮৭ – ইমরুল কায়েস, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার।
- ১৯৯২ – ব্রাজিলের ফুটবল তারকা নেইমার জুনিয়র।
মৃত্যু:
- ১৯০৭ – দিমিত্রি মেন্ডেলেভ, রুশ রসায়নবিদ।
- ১৯৭০ – বারট্রান্ড রাসেল, নোবেল বিজয়ী দার্শনিক ও লেখক।
- ১৯৮৮ – কামরুল হাসান, বাংলাদেশি চিত্রশিল্পী।
- ২০০৬ – মিজানুর রহমান চৌধুরী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী।
ইতিহাসের পাতায় এই দিনটি নানা কারণে স্মরণীয় হয়ে আছে।