• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন

আ.লীগের লিফলেট বিতরণ করলেই গ্রেপ্তার : প্রেস সচিব

আবিদুর রহমান সুমন / ১৫ Time View
Update : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

আওয়ামী লীগের লিফলেট বিতরণকারীদের গ্রেপ্তার করা হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যারা আওয়ামী লীগের লিফলেট বিতরণ করবে, তাদের গ্রেপ্তার করা হবে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আমাদের স্পষ্ট বার্তা— পতিত সরকারের পক্ষে যারা কর্মসূচি পালন করবে, তাদের ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগের লিফলেটগুলো আপত্তিকর তথ্য সম্বলিত, তাই যারা এসব বিতরণ করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

এ সময় তিনি আরও বলেন, ৫ আগস্টের পর সংখ্যালঘু নির্যাতন নিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করছে।

শফিকুল আলম দাবি করেন, ঐক্য পরিষদের প্রতিবেদনে ৫ আগস্টের পর বিভিন্ন ঘটনায় ২৩ জন নিহত হওয়ার তথ্য দেওয়া হয়েছে, যা সত্য নয়। একইভাবে, ১৭৪টি ঘটনার যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেটিও অসত্য। পুলিশের তদন্তে এসব তথ্যের সত্যতা মেলেনি।

উক্ত ব্রিফিংয়ে উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এদিকে, তিতুমীর সরকারি কলেজের শিক্ষার্থীদের রেললাইন অবরোধের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জনগণই তাদের সরিয়ে দেবে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে শহীদ দিবসসংক্রান্ত আইনশৃঙ্খলা ও কোর কমিটির সভা শেষে তিনি বলেন, “জনগণ অতিষ্ঠ হয়ে গেছে। তিতুমীর কলেজের শিক্ষার্থীরা আন্দোলনের নামে মানুষের ভোগান্তি তৈরি করছে। জনগণই তাদের রেললাইন থেকে সরিয়ে দেবে।”

4o


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category