• শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন

সাবেক ডিআইজিসহ পুলিশের ৪ কর্মকর্তা আটক

আবিদুর রহমান সুমন / ৫৯ Time View
Update : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সাবেক কমিশনার ও উপমহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলামসহ তিনজন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তাকে আটক করা হয়েছে।

শুক্রবার ও শনিবার (৭-৮ ফেব্রুয়ারি) পৃথক অভিযানে পুলিশের বিভিন্ন ইউনিট থেকে তাদের আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ও একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

মোল্যা নজরুল ইসলামের পাশাপাশি আটক হওয়া অন্য তিনজন হলেন নীলফামারীর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার আসাদুজ্জামান, রংপুর রেঞ্জে সংযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান এবং বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত।

বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত ২০২৪ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে সক্রিয় ভূমিকা রাখেন। অন্যদিকে, কুমিল্লা ও সিলেটে কর্মরত থাকাকালীন আব্দুল মান্নান ছাত্র ও জনতার আন্দোলন দমন করতে বলপ্রয়োগ করেছিলেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া, সিটিটিসি-তে কর্মরত থাকাকালে তার বিরুদ্ধে জঙ্গি নাটক সাজানোর একাধিক অভিযোগ ওঠে।

ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে ২০২৩ সালের ৩১ মে জিএমপি থেকে সরিয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়। এরপর তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) যোগ দেন এবং সর্বশেষ রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত হন। তিনি বিসিএস পুলিশ ক্যাডারের ২০তম ব্যাচের কর্মকর্তা।

এদিকে, ২৫তম ব্যাচের কর্মকর্তা আসাদুজ্জামান নোয়াখালীতে পুলিশ সুপার থাকাকালীন নির্বাচন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বলপ্রয়োগ ও অনৈতিক কর্মকাণ্ডের কারণে সমালোচিত হন।

জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং পরবর্তীতে তাদের পুলিশের বিভিন্ন ইউনিটে সংযুক্ত রাখা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category