• শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন

দুর্নীতি কমাতে ডিসিদের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আবিদুর রহমান সুমন / ১১৯ Time View
Update : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

দুর্নীতি কমাতে জেলা প্রশাসকদের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশে দুর্নীতি কমানোর লক্ষ্যে জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে জননিরাপত্তা, সুরক্ষা সেবা ও কৃষি বিষয়ক অধিবেশন শেষে ব্রিফিংয়ে তিনি এই আহ্বান জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। এটিকে সমূলে নির্মূল করতে না পারলে কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়। তাই দুর্নীতি রোধে সব স্তরে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জেলা প্রশাসকদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, জেলা প্রশাসকরা সীমান্ত এলাকায় বিজিবি মোতায়েন বৃদ্ধি, নৌপথের নিরাপত্তা জোরদারে নৌ পুলিশ বাড়ানো, গাজীপুর মেট্রোপলিটন এলাকায় এবং শিল্প পুলিশের জনবল বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা বলেছেন। এসব বিষয় গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে বলে আশ্বাস দেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বর্তমান পরিস্থিতি সন্তোষজনক হলেও আরও উন্নতির প্রয়োজন। এ লক্ষ্যে সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হচ্ছে, যা আইনশৃঙ্খলার আরও উন্নতি নিশ্চিত করবে।”

এই অভিযানের মেয়াদ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “যতদিন ডেভিল থাকবে, ততদিন ডেভিল হান্ট চলবে।”

এদিকে, পুলিশ বাহিনীর হাতে মারণাস্ত্র না দেওয়া এবং এসপি ও ওসিদের বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিএর) লেখার দায়িত্ব জেলা প্রশাসকদের দেওয়ার প্রস্তাব বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এসব বিষয়ে কোনো আলোচনা হয়নি, কারণ সময়ের সীমাবদ্ধতা ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category