বঙ্গবন্ধু এভিনিউয়ের নতুন নাম শহীদ আবরার ফাহাদ এভিনিউ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) বঙ্গবন্ধু এভিনিউয়ের নাম পরিবর্তন করে শহীদ আবরার ফাহাদ এভিনিউ করেছে। পাশাপাশি, শেখ পরিবার ও আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ১৪টি সড়ক, ভবন ও স্থাপনার নাম পরিবর্তন করেছে ডিএসসিসি।
ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান জানিয়েছেন, সরকারের গঠিত সড়ক, ভবন ও স্থাপনার নতুন নামকরণ উপকমিটির সুপারিশ এবং স্থানীয় সরকার বিভাগের অনুমোদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরিবর্তিত নামের তালিকা:
🔹 সড়ক ও ব্রিজ:
-
বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি সরণি → ইনার রিং রোড
-
বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল সরণি → ঝাউচর প্রধান সড়ক
-
বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম সরণি → কামরাঙ্গীরচর লোহারপুল বুড়িগঙ্গা সড়ক
-
মেয়র শেখ তাপস সেতু → কামরাঙ্গীরচর ব্রিজ
🔹 পার্ক ও সামাজিক কেন্দ্র:
-
শহীদ শেখ রাসেল শিশু পার্ক (কলাবাগান) → কলাবাগান শিশু পার্ক
-
শহীদ শেখ রাসেল শিশু পার্ক (যাত্রাবাড়ী) → যাত্রাবাড়ী শিশু পার্ক
-
মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সামাজিক অনুষ্ঠান কেন্দ্র → গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্র
-
বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম সামাজিক অনুষ্ঠান কেন্দ্র → কামরাঙ্গীরচর সামাজিক অনুষ্ঠান কেন্দ্র
🔹 অডিটোরিয়াম ও ফ্লাইওভার:
-
মেয়র হানিফ অডিটোরিয়াম → নগরভবন অডিটোরিয়াম
-
মেয়র হানিফ ফ্লাইওভার → গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার
🔹 মসজিদ ও অন্যান্য স্থাপনা:
-
মেয়র হানিফ জামে মসজিদ → আজিমপুর কবরস্থান জামে মসজিদ
-
মেয়র হানিফ মসজিদ → সায়েদাবাদ বাস টার্মিনাল জামে মসজিদ
ডিএসসিসি জানিয়েছে, এসব সড়ক, সেতু, স্থাপনা ও পার্কের নতুন নাম অনুযায়ী সমস্ত কার্যক্রম পরিচালিত হবে এবং সংশ্লিষ্ট স্থানে নতুন নামফলক স্থাপনের কাজ দ্রুত সম্পন্ন করা হব