ড. ইউনুস ও ইলন মাস্কের ভিডিও কনফারেন্স: নেপথ্যে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী
মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর উদ্যোগে ড. মুহাম্মদ ইউনুস ও ইলন মাস্কের মধ্যে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক ড. কনক সারোয়ার।
রোববার (১৬ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে তিনি জানান, গত ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত ৯টায় এই আলোচনাটি অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এক পোস্টে জানান, স্পেসএক্সের গ্লোবাল এনগেজমেন্ট অ্যাডভাইজার রিচার্ড গ্রিফিথসের সহায়তায় এই আয়োজন সম্ভব হয়েছে। তিনি লেখেন, “বাংলাদেশে স্পেসএক্স ও স্টারলিংক প্রযুক্তির বিকাশের ক্ষেত্রে এটি নতুন যুগের সূচনা করবে, যা উদ্ভাবন, শিক্ষা ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এছাড়া, স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রদূত মুশফিকুল। জবাবে লরেন তার বার্তাটি রিটুইট করে ধন্যবাদ জানান।
বাংলাদেশ সফরের আমন্ত্রণ পেলেন ইলন মাস্ক
ফোনালাপে ড. ইউনুস ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, যা মাস্ক ইতিবাচকভাবে গ্রহণ করেন। প্রধান উপদেষ্টার প্রেস অফিস থেকে জানানো হয়, আলোচনায় রোহিঙ্গা সংকট ও অগ্রাধিকার বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, লরেন ড্রেয়ার ও রিচার্ড গ্রিফিথস উপস্থিত ছিলেন।
ড. ইউনুস ও মাস্ক স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশে ডিজিটাল অন্তর্ভুক্তি, উদ্যোক্তাদের ক্ষমতায়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার বিষয়ে আলোচনা করেন। ইউনুস বলেন, “স্টারলিংক গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ ফোনের সম্প্রসারিত অংশ হতে পারে, যা গ্রামের নারী ও তরুণদের বিশ্ববাজারে সুযোগ তৈরি করতে সহায়তা করবে।”
ইলন মাস্কও ক্ষুদ্রঋণ মডেলের প্রশংসা করেন এবং জানান, তিনি দীর্ঘদিন ধরেই গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ পল্লী ফোনের কার্যক্রমের সাথে পরিচিত। স্টারলিংকের মাধ্যমে প্রযুক্তিগত উন্নতি বাংলাদেশে অর্থনৈতিক ক্ষমতায়ন ও আর্থিক অন্তর্ভুক্তিকে আরও ত্বরান্বিত করতে পারে বলে তিনি মন্তব্য করেন।
আগামীর পরিকল্পনা
উভয় পক্ষ দ্রুত উদ্যোগটি বাস্তবায়নে সম্মত হয়েছে এবং স্পেসএক্সের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরবর্তী পদক্ষেপ সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি বাংলাদেশের প্রযুক্তিগত উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।