• শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন

আ.লীগ নেতাদের সম্পত্তিতে হামলা না চালানোর আহ্বান ড. ইউনূসের

আবিদুর রহমান সুমন / ৭৭ Time View
Update : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও শেখ হাসিনার সম্পত্তির উপর হামলা না চালানোর আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনার পরিবার ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের সম্পত্তির ওপর কোনো হামলা না হওয়া নিশ্চিত করতে হবে।

ড. ইউনূস বলেন, দীর্ঘদিন ধরে হাসিনা সরকারের শাসনামলে জনগণ নিপীড়নের শিকার হয়েছে। এই ঘটনাগুলো দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ। তিনি বলেন, সরকার জনগণের এই অসন্তোষ উপলব্ধি করছে। এমনকি শেখ হাসিনা বিদেশ থেকে বাংলাদেশের সংস্কারে বাধা দিচ্ছেন বলে অভিযোগ উঠছে, যা জনগণের মধ্যে ক্ষোভের জন্ম দিচ্ছে এবং সংঘর্ষ ও ভাঙচুরের কারণ হয়ে উঠছে।

এদিকে, জাপানের ব্রডকাস্টিং করপোরেশন (এনএইচকে)-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, গণতন্ত্রের পথে অগ্রসর হতে নির্বাচন অপরিহার্য। এ বছরের শেষ দিকে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তিনি মনে করেন, নির্বাচনের পর নতুন সরকার একটি নিরাপদ ও শক্তিশালী ভিত্তির ওপর কাজ করতে পারবে।

৫ আগস্ট পরবর্তী পরিস্থিতির উল্লেখ করে ড. ইউনূস বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের শুরুর সময় দেশ এক সংকটময় অবস্থায় ছিল। বিধ্বস্ত অর্থনীতি, ন্যায়বিচার ব্যবস্থা এবং রাজনৈতিক স্থিতিশীলতার অভাব ছিল স্পষ্ট। তবে তিনি আশাবাদী যে, দেশের তরুণ সমাজ ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ গত বছরের আন্দোলনে তারা ইতিমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এনএইচকে-কে দেওয়া সাক্ষাৎকারে ড. ইউনূস আরও বলেন, তরুণরা তাদের সৃজনশীল শক্তি প্রদর্শনের মাধ্যমে বিশ্বকে জানাতে চায় যে তারা পরিবর্তন আনতে সক্ষম। তাই এই উচ্চাকাঙ্ক্ষা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category