নেত্রকোনার পূর্বধলা থেকে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৪ নেতা গ্রেপ্তার
নেত্রকোনার পূর্বধলা থেকে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে, রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে ময়মনসিংহ শহর ও পূর্বধলা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
১. সুকান্ত চন্দ্র সরকার রঞ্জন (৪২) – পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক।
২. সায়েম এম রিয়াদ (২৩) – পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।
৩. মিজানুর রহমান মজিবর (৪৪) – পূর্বধলা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক।
৪. হাসমত উল্লাহ (৩৫) – পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
পুলিশ জানায়, রোববার রাতে ময়মনসিংহ শহরের একটি বাসা থেকে ছাত্রলীগ নেতা সায়েম এম রিয়াদ ও যুবলীগ নেতা মিজানুর রহমান মজিবরকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। একই রাতে পূর্বধলা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা সুকান্ত চন্দ্র সরকার রঞ্জন ও স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসমত উল্লাহকে গ্রেপ্তার করে পূর্বধলা থানা পুলিশ।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, গ্রেপ্তারকৃত চারজন সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় অভিযুক্ত। সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে ময়মনসিংহ বিভাগের মৃত্যুঞ্জয় স্কুলের পাশে একটি বাসা থেকে ছাত্রলীগ নেতা সায়েম এম রিয়াদ ও যুবলীগ নেতা মিজানুর রহমান মজিবরকে আটক করা হয়।
এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আরও তদন্ত চলছে।