এবার ২২ জন জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তারা সবাই ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সচিবালয়ে এ তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান।
তিনি জানান, ২০১৪ সালের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা ডিসিদের মধ্যে চারজন এখনো চাকরিতে আছেন। তাদেরসহ ২০১৮ সালের আরও ১৮ জন ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আগে, বুধবার (১৯ ফেব্রুয়ারি) অন্তর্বর্তী সরকার ৩৩ জন যুগ্ম সচিবকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করেছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক ছয়টি প্রজ্ঞাপনে এই ৩৩ যুগ্ম সচিবকে ওএসডি করার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানায়, ওএসডি হওয়া এসব কর্মকর্তার বেশিরভাগই ২০১৮ সালের জাতীয় নির্বাচনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একাদশ জাতীয় নির্বাচনের পর যেসব এসপি ও ইউনিট প্রধানরা বিপিএম-পিপিএম পদক পেয়েছিলেন, সেগুলোও বাতিল করা হয়েছে। একই কারণে এর আগে ১২ জন ডিসিকে ওএসডি করা হয়েছিল।