২০১৮ সালের বিতর্কিত নির্বাচনের সময় ৬৪ জেলার দায়িত্বে থাকা পুলিশ সুপারদের (এসপি) ওএসডি বা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা আসিফ মাহমুদ উল্লেখ করেন, ২০১৮ সালের রাতের ভোটের নির্বাচনে দায়িত্ব পালনকারী ৬৪ জেলার এসপিদের একইভাবে ওএসডি বা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে।
এর আগে, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা ৩৩ জন জেলা প্রশাসককে (ডিসি) ওএসডি করা হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত ছয়টি প্রজ্ঞাপন জারি করে জানায়, বিতর্কিত ওই নির্বাচনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা ৩৩ জন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে।
একই কারণে এর আগে আরও ১২ জন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছিল|